দৈনিক খোলা কাগজের ও দৈনিক রানার শালিখা উপজেলা প্রতিনিধি এবং শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ মে) দিবাগত রাত দুইটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি গ্রামের বিভিন্ন পাড়ায় মহিলাদের তালিমের (কুরআন শিক্ষা) কাজ করতেন। তার মৃত্যুতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুল ইসলামসহ শালিখায় কর্মরত সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।