গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র রায় (৬৮) মাথা, হাত ও পায়ে আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার এক দিন পর দুর্বৃত্তরা হাসপাতালে গিয়েও তাকে মামলা না করার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরিমল চন্দ্র রায় উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের বাসিন্দা এবং একজন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক।
পরিমল চন্দ্র রায় জানান, জমিতে গাছ কাটতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। মাথা ফাটিয়ে দিয়েছে, হাত-পা ভেঙে দিয়েছে। এমনকি হাসপাতালে এসে মামলা উঠিয়ে নিতে হুমকি দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির গাছ কাটা নিয়ে পরিমল চন্দ্র রায়ের সঙ্গে একই গ্রামের বিমল চন্দ্র রায় ও কমল চন্দ্র রায়ের দীর্ঘ দিনের বিরোধ ছিল। গতকাল তিনি গাছ কাটতে গেলে প্রতিপক্ষের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি ও দা নিয়ে তার ওপর হামলা চালায়।
আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন খোলা কাগজকে জানান, আহত মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত সাবেক ছাত্রলীগ নেতা শেখ জুয়েলকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
থানার ডিউটি অফিসার এএসআই ইনসান জানান, শেখ জুয়েল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।
কেকে/এএম