সিংড়ায় পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
মো. রাজু আহম্মেদ, সিংড়া (নাটোর)
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:৫৬ পিএম

বুধবার উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগি সেলিম মৃধা (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের দুলাভাই আয়নুল হক জানান, কৃষি কাজে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন সেলিম। পথে পুকুর পারে গেলে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যায়।
পরে দুপুর ১টার দিকে গ্রামবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সেলিম একই উপজেলার শেরকোল ইউনিয়নের হারোবাড়িয়া গ্রামের সিরাজ মৃধার পুত্র।
কেকে/এএম