শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট
পরিষদের দায়িত্ব অবহেলার অবসান ঘটালো গ্রামবাসী
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৫:৪১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে দুধাইল গ্রামে দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী। স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বের অবহেলার কারণে আজ রোববার সকাল থেকে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে গ্রামের ভিতরে তাঁদের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটি নিজেরাই মাটি কেটে ভরাটের কাজ শুরু করেছেন। নিজেদের স্বেচ্ছাশ্রমে গ্রামের যুবক-বৃদ্ধরা মিলে টুপরি, বোল, কোদাল নিয়ে নিজেরাই তাদের চলাচলের জন্য প্রায় ২০০ ফিট রাস্তা ভরাটের কাজ শুরু করেছেন। এমন উদ্যোগ এলাকাবাসীর এক অনন্য উদাহরণ। সরকারি সাহায্য ছাড়াই স্থানীয়রা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন।

জানা যায়, দুধাইল গ্রামে বসবাসকারীরা দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা নিয়ে সীমাহীন কষ্টের মধ্য দিয়ে চলাচল করে আসছেন। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাটি কাঁদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তার উপর পাশে পুকুর থাকায় রাস্তাটি ভেঙ্গে গেছে। স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদ থেকে কিছুদিন আগে ২ লাখ ১৩ হাজার টাকায় পুকুরের দুই পাড়ে প্যালাসাইডিং (গাইড ওয়াল) নির্মাণ করেছে। কিন্তু মাটি ভরাট করেননি। গত ২০ বছর ধরে এই রাস্তা হয়ে শিশুদের স্কুলে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য রাস্তাটি ব্যবহারের অনুপযোগী ছিল। কৃষকদের জন্য মাঠের ফসল আনা-নেওয়ার ক্ষেত্রেও ছিল প্রচণ্ড ভোগান্তি। বর্ষা মৌসুমে কৃষকরা যাতে করে সহজে মাঠে যাতায়াত করতে পারে সে জন্য গ্রামের সবাই মিলে মাটি ভরাটের এই উদ্যোগ নেন।

ওই গ্রামের বাসিন্দা ও উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার জানান, গ্রামবাসীর কষ্ট লাঘবের জন্য জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনেকবার বলেছি। সমস্যা সমাধানের জন্য বারবার আবেদনও করেছি। অবশেষে পুকুর পাড়ে গাইড ওয়ালের জন্য বরাদ্দ পেলেও রাস্তায় মাটি ভরাটের বরাদ্দ মিলেনি। দীর্ঘদিনের অবহেলা ও প্রশাসনিক উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা এমন উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতেই গ্রামের সাধারণ মানুষ উদ্যোগী হয়ে নিজেরাই শ্রম দিয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করেছেন। আগামী ২/৩ দিনের মধ্যে এ কাজ শেষ হবে।

রাস্তায় গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে ২০০ ফিট রাস্তায় মাটি ভরাটের কাজ চলছে। গ্রামের বৃদ্ধ-যুবকরা মিলে এই কাজে হাত লাগিয়েছেন। গা ঘামানো পরিশ্রম করে তারা তাদের নিজেদের স্বপ্নের রাস্তা তৈরি করছেন। যা এই এলাকার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই উদ্যোগ শুধুমাত্র একটি রাস্তা নির্মাণ নয়, বরং গ্রামের মানুষের ঐক্য ও প্রত্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর এমন মহৎ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে নারীরাও সহযোগিতা করছে। পরবর্তীতে রাস্তাটি পাকাকরণ করতে এবং ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামবাসী। এ বিষয়ে দুধাইল গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা এলাকাবাসী মিলে রাস্তায় মাটি ভরাট করছি, তা আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে। তবে আমাদের সাথে প্রশাসনের সহযোগিতা ও পরিদর্শন পেলে কাজটি আরও সুন্দর ভাবে শেষ করা সম্ভব হবে।

উদয়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ কাজ করে তারা প্রমাণ করেছেন, জনসমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেকোনো বড় সমস্যার সমাধান করতে পারে। 

তিনি আরো বলেন, আমি মাত্রই ভারপ্রাপ্তের দায়িত্ব পেয়েছি। জনস্বার্থে কাজটি ইউনিয়ন পরিষদেরই করার কথা ছিল, কিন্ত কি কারনে এতদিন করেননি তা আমার জানা নেই।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কালাই   মাটি ভরাট   দায়িত্ব অবহেলা   গ্রামবাসী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close