সরকারের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার দফা দাবি মেনে নেওয়ায় চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয়। পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা করা হয়।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৮টায় ‘জবি ঐক্য’ প্লাটফর্ম থেকে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।
রইছ উদ্দীন বলেন, আমাদের প্রতিটি দাবি আদায় হয়েছে। বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সকল বাজেটে সেই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ন থাকে, সেই আশ্বাস পেয়েছি আমরা। অর্থ মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে সাথে মিটিংয়ে সরকার আমাদের চার দফা দাবি মেনে নিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব। আমাদের তিন দফা দাবির অস্থায়ী আবাসনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে প্রায়োরিটি ব্যসিস অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাজেট বৃদ্ধির ব্যাপরে সরকার ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। সামনের বাজেটেই আমাদের দাবির প্রতিফলন দেখব।
আন্দোলন সমাপ্তি ঘোষণা দিয়ে রইছ উদ্দীন বলেন, যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে তাই আমাদের চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি এবং কমপ্লিট শাটডাউন তুলে নিয়েছি।
এ ঘোষণা দেওয়ার পর আন্দোলনে অনশনরত শিক্ষার্থীদের একাংশ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে লিখিত সিদ্ধান্তের দাবি জানায়। অন্যথায় আমরণ অনশনের ঘোষণা দেয় তারা।
এ বিষয়ে রমজান আলী বলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে দাবি মেনে নেওয়া হয়েছে এসব কথা আন্দোলনকারী ভাইয়েরা শুনবেন না। দাবি মেনে নেওয়া হলে লিখিত স্টেটমেন্ট চাই। যেটা শুধু জবিয়ানদের স্বার্থেই হবে। সকল জবিয়ানরা যেভাবে চাই সেভাবেই হবে। বাজেট বাড়বে আবাসন ভাতা হবে দ্বিতীয় ক্যাম্পাস হবে এবং তা নির্দিষ্ট দিন তারিখ থেকে কার্যকর হবে। এরপরে যাতে বারবার কোনো মিটিং না করা লাগে।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাণপ্রিয় জবিয়ান ভাইদের বলব এর আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার নয়। আন্দোলন চলবে, এটাই জবিয়ানদের শেষ আন্দোলন।
কেকে/এএম