রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
খোলাকাগজ স্পেশাল
মোহাম্মদপুরে ফের সন্ত্রাসীদের তাণ্ডব
নিজাম উদ্দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১১:৫১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে অশান্ত হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মরিয়া হয়ে ওঠে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। প্রতিনিয়ত ঘটতে থাকে ছিনতাই-ডাকাতি, গোলাগুলি ও হত্যার মতো ঘটনা। যেন সন্ত্রাসীদের অভয়ারণ্যে রূপ নেয় এলাকাটি। আইনশৃঙ্খলা বাহিনীর নানা পদক্ষেপেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মোহাম্মদপুর। ছোট ছোট বিরতি দিয়ে ঘটেই চলেছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এরই ধারবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। 

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে ইত্যাদির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল বাসায় ঢুকে একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করে চলে যায়। চারজনের অবস্থা আশঙ্কাজনক। একজন আইসিইউতে। পুলিশ বলছে তদন্ত চলছে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোহাম্মদপুর পুলপাড় ইত্যাদির মোড় ৩৬১/বি বাসায় এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার রাত দেরটার দিকে ওই বাসার সামনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করলে তাদের কাছে রাব্বি নামে ওই বাসার বাসিন্দা জানতে চায় তারা কারা? এসময় যুবকরা পরিচয় দেয় তারা নাকি এ এলাকারই। রাব্বি জানতে চায় তোমরা এলাকার হলে তো আমি কি চিনব না? এমন প্রশ্ন, এবং এক-দুই কথার কাটাকাটি হলে সেখানে হাতাহাতি হয়। একপর্যায়ে, যুবকরা ওই স্থান থেকে চলে গিয়ে ৫ থেকে ৬ মিনিটের মধ্যে ১৫-২০ জনের একটি দল রায়েরবাজার এলাকা থেকে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। সেখানে এসে প্রথমেই রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তার পরিবারের লোকজন রাব্বিকে উদ্ধার করতে আসলে তাদেরও কুপিয়ে জখম করে। পরে তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। একজন ভয়ে বাথরুমে ঢুকলে সেখানেই এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাথরুম এবং বাড়ির সিঁড়ি রক্তে ভেসে গেছে।

আহতরা জানান, অস্ত্রের মুখে আমরা জিম্মি হয়ে পড়েছি। যে থামাতে যায় তাকেই কোপায়। এ ঘটনায় সাতজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সবার হাতে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাকু ছিল। গভীর রাত হওয়ায় অনেকেই আহতদের উদ্ধার বা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আসতে পারেনি। এলোপাতাড়ি কুপিয়ে ঠান্ডা মাথায় এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত সাতজনের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪ জন। আহতরা হচ্ছেন- স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, আফজাল, ফাতেমা বেগম (৬০) ও মামুন। এরমধ্যে স্বপনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। গুরুতর আঘাত পেয়েছে রাব্বি, তার একটি হাত প্রায় অকেজো। সাব্বিরের মাতায় ও হাতে কয়কটি কোপ লেগেছে। আফজালের হাত কেটে গুরুতর অবস্থা। আহতদের জাতীয় পঙ্গু হাসপাতাল, জাতীয় হৃদরোগ, শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
সরেজমিন গেলে আহত ফাতেমা বেগম জানান, রাতে ওয়াসার পানি সংগ্রহ করতে আমরা প্রতিদিন রাত ২টা-আড়াইটা পর্যন্ত জেগে থাকি। গতকাল রাতে আমার ভাতিজা রাব্বির সঙ্গে কোনো একটা ছেলে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। কিছুক্ষণ পরে দেখি ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ভাতিজাকে এলোপাতাড়ি কোপাচ্ছে। তাকে বাঁচাতে যতজন এসেছে সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আমার পায়েও একটি কোপ লেগেছে।
 
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘গতকাল রাতে ইত্যাদির মোড়ে একটি ঘটনা ঘটেছে, সেখানে প্রায় ৬-৭ জন আহত হয়েছে। আমরা ঘটনাস্থানে গিয়েছি এবং পুলিশ কাজ করছে, ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে সবাইকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।’

এর আগে গত মঙ্গলবার মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেয় ‘লও ঠেলা’ সন্ত্রাসী গ্রুপ। সে সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তার একদিন পরেই ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোহাম্মদপুর এলাকাটি গত কয়েক সপ্তাহ একটু স্বস্তিতে থাকলেও আবারো সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠছে। 

স্থানীয়দের দাবি- পুলিশের আরো কঠোর হতে হবে। আর তা না হলে এ এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। স্থানীয়দের দাবি, থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে ইত্যাদির মোড়ে যে ঘটনাটি ঘটেছে। এটি ন্যাক্কারজনক ঘটনা। বাসার বেডরুম পর্যন্ত সন্ত্রাসীরা ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। 

এদিকে গত বুধবার রাতে মোহাম্মদপুর বসিলা এলাকায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিলে সেখানে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বসিলা থেকে কয়েকজন দৈনিক খোলা কাগজকে মুঠোফোনে জানান, গতকাল গভীর রাতে একটি ছিনতাইকারী চক্র বসিলা ৬ নম্বর রোডে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। সেই রাতেই স্থানীয়রা গণধোলাই দেয়। পরে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে একজন ছিনতাইকারী নিহত হয়। নিহত ব্যক্তির নাম রাকিব। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  রাজধানী   মোহাম্মদপুর   আধিপত্য বিস্তার   সন্ত্রাসী গ্রুপ   তাণ্ডব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close