শনিবার, ১৭ মে ২০২৫,
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৭ মে ২০২৫
শিরোনাম: নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ      উড়ন্ত অবস্থায় চাকা খুলে পড়া বিমান শাহজালালে অবতরণ      ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটলের চক্রান্ত আ.লীগের      মালয়েশিয়া শ্রমবাজার, সরকারের আশ্বাসেও শঙ্কা      মোহাম্মদপুরে ফের সন্ত্রাসীদের তাণ্ডব       মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে সুখবর      দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়       
প্রিয় ক্যাম্পাস
ইবি শিক্ষক হাফিজের স্থায়ী বহিষ্কারের দাবিতে ফের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের কথার অবাধ্য হলে ইন্টারনাল নম্বর কম দেওয়া, ক্লাসে মেয়েদের জামা কাপড় নিয়ে কটূক্তি ও তাদের গালাগাল করা ও সমকামিতার অভিযোগ ওঠা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সেই শিক্ষক হাফিজুল ইসলামের স্থায়ী বহিষ্কারের দাবিতে ফের বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৬ মে) বেলা ১২ টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা মিলনায়তনে  সদস্য ও ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. আশরাফুর রহমানের সাথে মতবিনিময় শেষে ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সব শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। 

মিছিলে শিক্ষার্থীরা উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; হাফিজের দুই গালে, জুতা মারো তালে তালে; সমকামী শিক্ষক, চাইনা চাইনা; একশান একশান ডাইরেক্ট একশান; হাফিজের বিরুদ্ধে ডাইরেক্ট একশান; দফা এক দাবি এক, হাফিজের বহিষ্কার; হাফিজ হটাও, ডিএস বাঁচাও ইত্যাদি স্লোগান দেন৷ 

জানা যায়, একাধিক গুরুতর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল এবং এক বছরের বাধ্যতামূলক ছুটির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ২৬৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা এই শাস্তিকে পর্যাপ্ত মনে না করে হাফিজুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি জানায়। এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।

শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে সিন্ডিকেট সদস্য ও ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. আশরাফুর রহমান বলেন, বিচারে কি হবে তা আমরা কেওই জানিনা। কিন্তু যেহেতু তিনি একজন শিক্ষক, তাকে যেন আমরা যথাযথ মর্যাদাটা দেই। যে অপরাধ গুলোর অভিযোগ উঠেছে শিক্ষক হাফিজের বিরুদ্ধে সেগুলো নিয়ে আমি শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষক দুজনের সাথেই বসবো, পক্ষ বিপক্ষ উভয়েরই কথা শুনবো। যদি আনীত অভিযোগ গুলোর প্রমাণ মেলে তাহলে নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি
ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি
মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা, একাংশের প্রত্যাখ্যান
ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইঞ্জিনিয়ারের ওপর হামলা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে জমি নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত ২
দেড়যুগ পর জন্মস্থান ডোমারে আসছেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু
বিটিআরসি থেকে স্বৈরাচারের দোসরদের হটানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ
পাটগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close