কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালক মারা গেছেন।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপ্রসাদের চর গ্রামের ছোট খালে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াব আলী ওই গ্রামের মৃত শব্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রী নামিয়ে ট্রলার নিয়ে ফিরে আসছিলেন ওয়াব আলী। ঘাটে ট্রলার পার্ক করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি পানিতে লুটিয়ে পড়েন। পরে জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াব আলীর স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাদের রয়েছে তিন ছেলে ও এক মেয়ে।
মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, এখনো কেউ আমাদের জানায়নি। জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম