লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাটে বজ্রপাতে আব্দুল করিম ( ৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬মে) সকাল ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
জানা যায় আব্দুল করিম বাউরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কফিল উদ্দিনের ছেলে।
বিএনপির বাউরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মশিউর রহমান মহসিন জানান, যে বজ্রপাতে নিহত আব্দুল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) বাউরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, আজ শুক্রবার সকালে আব্দুল করিম তার পরিবারের সদস্য ও দিনমজুরদের নিয়ে তার ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সফিরহাট নিবাসী মৃত আব্দুল করিমের বাল্যবন্ধু হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সেন বজ্রঘাতে আব্দুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হঠাৎ বজ্রপাতের ঘটনায় নিহত হওয়ায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/এআর