কাউনিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:৩৬ পিএম

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (১১ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে কাউনিয়া উপজেলার বুড়াইল ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৫) একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার রায় (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা বিজলের ঘুন্টি বুড়াইল ব্রিজের সন্নিকটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রোববার রাত সোয়া ১টার দিকে রংপুর থেকে মোটরসাইকেল যোগে নিজবাড়িতে ফেরার পথে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শাহ্ আলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬২৪৫) নামে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন প্রাণ হারায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, এ ব্যাপারে সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সোমবার ভোরে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।
কেকে/ এমএস