আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
শনিবার (১০ মে) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে সমবেত হয় বিক্ষোভকারীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘একশান একশান, ডাইরেক্ট একশান; খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাই নাই; ব্যান ব্যান, আওয়ামী লীগ; লীগ ধরে, জেলে ভর; আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর; গোলামী না আজাদী, আজাদী আজাদী; সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, তীব্র গরম উপেক্ষা করেও ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা। জুলাই অভ্যুত্থানের সময় বারবার মনে হতো যে আমাদের আন্দোলনের দিনগুলো দীর্ঘ হতে চলেছে। আজ ৮/৯ মাস পরে আমাদের আরেকটা আন্দোলন করতে হচ্ছে এই আন্দোলনটিও আমাদের ধৈর্যের সাথে পরিচালনা করতে হবে। জুলাইয়ে আমরা একটি ম্যান্ডেট নিয়ে একত্রিত হলেও বর্তমানে ব্যক্তিগত চাওয়ার কারণে কেউ কেউ আওয়ামী লীগের নিষিদ্ধ প্রশ্নে নমনীয়তা দেখাচ্ছে। জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম আগামী দিনেও আমরা তাদের পাশে পাব বলে আশা করছি।
কেকে/এমএস