আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাতভর মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে কোর্ট সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ চলে রাত ৩টা পর্যন্ত।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানান।
এই অবরোধের কারণে সড়কে প্রায় ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনার দিকে অগ্রসর হয়ে শেষ হয়।
বিক্ষোভকারী নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যেভাবে একদফা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, ঠিক তেমন আরেকটি একদফার ডাক দেওয়া হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শাহ মিসবাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আমরা গতকাল রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি পালন করি।
আজ (শুক্রবার) বাদ জুমা চৌমুহনা পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। আশা করছি এতে দল মত নির্বিশেষে জুলাইয়ের সকল বিপ্লবী ছাত্র-জনতাকে অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এ বিক্ষোভ চলমান থাকবে।
কেকে/এআর