প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৩২ এএম

ছবি: প্রতিনিধি
কবি নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ প্রেম ও দ্রোহের আলোকে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ পেরিয়ে ২০ বছরে পদার্পণ।
দুই দশক পেরিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এক গৌরবময় অভিযাত্রায় পৌঁছেছে। ২০০৬ সালের ৯ মে ত্রিশালের সবুজ প্রান্তরে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ কবি নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা ও সাম্যের আদর্শকে ধারণ করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি আজ শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং একটি মানবিক, মুক্তচিন্তাশীল প্রজন্ম গঠনের প্রেরণাস্থল। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ২৫টি বিভাগে পাঠদান চলছে, যেখানে প্রতিটি বিভাগে ‘নজরুল স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক। রয়েছে নজরুল ইনস্টিটিউট, যেখানে তাঁর সাহিত্য, দর্শন ও আদর্শ নিয়ে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে।
আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, বৃহৎ গ্রন্থাগার, মেডিকেল সেন্টার ‘ব্যথার দান’ ও চারটি আবাসিক হল শিক্ষার্থীদের জন্য এক পরিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে। পাশাপাশি কেন্দ্রীয় মাঠ, পুকুরপাড়ের সৌন্দর্য ও নিরবচ্ছিন্ন যাতায়াতব্যবস্থা ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখছে।
নজরুলের মুক্তচিন্তা ও বিদ্রোহী মননের আলোয় আলোকিত এই প্রতিষ্ঠান আগামী দিনেও জ্ঞান, নৈতিকতা ও মননের এক শক্ত ভিত গড়ে তুলবে এটাই সকলের কামনা।
কেকে/এআর