দুর্নীতি দমন কমিশন (দুদক) নানা অভিযোগে ঈশ্বরদী পৌরসভায় অভিযান চালিয়েছে। এ সময় অনিয়ম দুর্নীতির বিভিন্ন আলামত ও নথিপত্র জব্দ করেছে দুদক।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে পৌর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা কার্যালয়ের একটি দল। এ সময় অনিয়ম দুর্নীতির বিভিন্ন আলামত ও নথিপত্র জব্দ করেছে সংস্থাটি। একইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদও করে দুদক।
দুদক সূত্রে জানা যায়, ঈশ্বরদী স্টেডিয়াম উন্নয়ন সংক্রান্ত কাজ, অরনকোলা পশুরহাট ইজারায় অনিয়ম ও বাজারের জায়গা দখল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম রয়েছে মর্মে টিমের কাছে পরিলক্ষিত হয়েছে। অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদক টিম।
রেকর্ডপত্র যাচাই ও পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে তারা। এ অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা কার্যালয়ের কমিশনার সাধন সুত্রধর। তিনি বলেন, ‘আমাদের তদন্ত কাজ এখনও শেষ হয়নি। তদন্ত সমাপ্ত হলে আমরা পুর্নরিপোর্ট অধিদপ্তরে পাঠাব।
সাধন সূত্রধর আরো বলেন, পৌরসভার নিয়ন্ত্রণাধীন ঈশ্বরদী স্টেডিয়ামে অবৈধভাবে এক ঠিকাদারের ইট, বালি রেখে ব্যবসা করছে, যা অবৈধ। দুদক সূত্র জানায়, সাবেক মেয়র ইসহাক আলী মালিথার সময়কালে বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সাধন সুত্রধর বলেন, পৌর এলাকার বিভিন্ন হাটবাজারে পানি নিষ্কাশনসহ ইজারার সময় বিভিন্ন সংস্কারের কথা থাকলেও করা হয়নি। বিশেষ করে অরণখোলা পশু হাটে কোনো সংস্কার করা হয়নি।
কেকে/এএস