শেরপুরের নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) সকালে উপজেলা গেটের সামনে সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক তোলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন বিগত সরকারের আমল থেকে নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের বড় বড় গাছ ও পুরাতন টিনের চাল, পরীক্ষার খাতা, অতিরিক্ত পাঠ্য বই বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তৌহিদুল ইসলাম খোকনকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে বক্তারা আনীত সব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপস্থিত সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা তদন্ত করে কোনো প্রমাণ পায়নি। মানববন্ধনে উত্থাপিত অভিযোগসমূহ ভিত্তিহীন।
কেকে/এএস