রবিবার, ৪ মে ২০২৫,
২১ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ৪ মে ২০২৫
শিরোনাম: গাজায় খাবার না পেয়ে ৫৭ ফিলিস্তিনির মৃত্যু      মঙ্গলবার দেশের মাটিতে পা রাখছেন বেগম খালেদা জিয়া      প্রকৌশলী তুহিনের আটকাদেশ রাজনৈতিক বার্তা না প্রতিহিংসা      খুন করা হয়েছে সাগর-রুনি দম্পতিকে, হত্যায় অংশ নেন ২ জন      আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের      বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ভয়ঙ্কর এক মৃত্যুফাঁদ      ‘তু‌হিনের মিথ্যা মামলা প্রত্যাহার না করা স্পষ্ট বৈষম্য’      
প্রিয় ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ১৫৭)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৮২টি কক্ষে একযোগে এই ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নের মান নিয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এ সফলতা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শৃঙ্খলায় আনতে কাজ করে যাচ্ছি। সততা ও আন্তরিক প্রচেষ্টায় এই অগ্রগতি সম্ভব হয়েছে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৫ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২৩১ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৯৫.১৭৮ শতাংশ। পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং ১৪৪ ধারা জারি রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও নতুন কলা ভবনে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ময়মনসিংহ ও ভালুকা থেকে বাস সার্ভিস চালু করা হয়। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে আগত অভিভাবকদের জন্য পৃথক বসার ব্যবস্থাও ছিল।

পরবর্তী ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বেলা ৩টা ৩০ মিনিটে আর্কিটেকচার ইউনিটের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে এবার মোট ২৫টি বিভাগে ১,১২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd)। উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   গুচ্ছ বি ইউনিট ভর্তি পরিক্ষা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন
চকরিয়ায় হাতির আক্রমণে দুই নির্মাণ শ্রমিক আহত
গাজায় খাবার না পেয়ে ৫৭ ফিলিস্তিনির মৃত্যু
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের জুয়ার আসর, ভিডিও ভাইরাল
মঙ্গলবার দেশের মাটিতে পা রাখছেন বেগম খালেদা জিয়া

সর্বাধিক পঠিত

চাঁদাবাজিতে বাঁধা, টঙ্গীতে ৬ বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
চিঠিতে ‘দিতিকে স্যরি’ লিখে যুবকের আত্মহত্যা
সাদা মনের সফল মানুষ বাঞ্ছারামপুরের প্যানেল চেয়ারম্যান রফিকুল
জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগসহ গ্রেফতার ৩
খুন করা হয়েছে সাগর-রুনি দম্পতিকে, হত্যায় অংশ নেন ২ জন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close