জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৮২টি কক্ষে একযোগে এই ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নের মান নিয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এ সফলতা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শৃঙ্খলায় আনতে কাজ করে যাচ্ছি। সততা ও আন্তরিক প্রচেষ্টায় এই অগ্রগতি সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৫ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ২৩১ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৯৫.১৭৮ শতাংশ। পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং ১৪৪ ধারা জারি রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও নতুন কলা ভবনে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ময়মনসিংহ ও ভালুকা থেকে বাস সার্ভিস চালু করা হয়। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে আগত অভিভাবকদের জন্য পৃথক বসার ব্যবস্থাও ছিল।
পরবর্তী ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বেলা ৩টা ৩০ মিনিটে আর্কিটেকচার ইউনিটের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে এবার মোট ২৫টি বিভাগে ১,১২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd)। উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।
কেকে/এএম