ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে।
নালিতাবাড়ী শহর শ্রমিকদলের আয়োজনে শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় শহিদ মিনারে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন, আনিসুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর শ্রমিকদলের সভাপতি ছফর উদ্দিন ছফর, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ট্রাক ট্যাংক লড়ি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন প্রমুখ।
কেকে/ এমএস