শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
রাজনীতি
আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে: মির্জা ফখরুল
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ৩০.০৪.২০২৫ ৯:২৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিএনপি ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে তার আগেও আমরা পুলিশের সংস্কার চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৫ বছর পুলিশ আমাদের উপর অনেক অত্যাচার করেছে। আমাদের একটাই অপরাধ ছিল বিএনপি করা, আমাদের ছেলেদের দাবড়িয়ে নিয়ে বেরিয়েছে এ পুলিশ। তাই ভবিষ্যতে এমনটি যেন আর না হয়, তাই পুলিশের সংস্কারের কথা বলছি আমরা।

আমরা এমন রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে স্বাধীনভাবে কাজ করবে বিচার বিভাগ ও প্রশাসন। এছাড়াও আমার নির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে অপরাধীরা যে দলেরই হোক, কোন প্রকার অন্যায় করলে তাকে আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে।

হিন্দু ও মুসলমান সম্প্রদায় নিয়ে মির্জা আলমগীর বলেন, ১৯৪৭ সালে হিন্দু মুসলমান ভাগ করার জন্য ধর্মীয় গোলযোগ তৈরি করা হয়েছিল। আমাদের এখানেও সে পরিকল্পনা করছে পলাতক হাসিনা। ধর্ম নষ্টের তকমা লাগিয়ে গোলমাল লাগিয়ে দেশে ধর্মীয় ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে পলাতক হাসিনা ও তার দলের লোকেরা।

সনাতন ধর্মাবলম্বীদের তিনি বলেন, সনাতন ধর্ময়ীয় লোকেরা আওয়ামীলীগের কাছে একদিনের পাগড়ির মত। তারা শুধূ ভোটের দিনই সনাতনীদের ব্যবহার করে আর সংখ্যালঘু তকমা লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলে তাদের কাজে লাগাতো। তবে অমরা বলতে চাই, আমরা সবাই যার যার মত রাজনীতি করতে পারি, কিন্তু ক্ষমতায় গেলে আমরা কেনো বিভাজন তৈরি করবো না।

‘ওরা হিন্দু না মুসলমান, ওই জিজ্ঞেসে কোন জন’ কবিতার দুটি লাইন আবৃতি করে তিনি বলেন, আমরা আমাদের স্বার্থেই হিন্দু মুসলমানকে ভাগ করেছি। অন্য ধর্ম গুলির ক্ষেত্রেও তাই। বচরের পর বছর আমরা এক সাথেই রয়েছি তবুও রাজনৈতিক স্বার্থে আমরা নিজেরাই এদের ভাগ করছি। কেউ নৌকা, কেউ ধানের শিষ।

সবশেষে মির্জা আলমগীর বলেন, আমরা ধর্মীয় হানাহানি চাইনা, মিথ্যা মামলা চাইনা। আমার ছাত্ররা পড়ার ভালো পরিবেশ চায়, কৃষকরা কৃষির ন্যায্যমূল্য চায়, কোন হানাহানি চায়না। আমরা সে ব্যবস্থই করবো। তাই আমরা অতিদ্রুত একটা জনগণের সরকারের দাবিতে নির্বাচন চাইছি। এসময় তিনি সকল ধর্মের লোকেদের এক হয়ে কাজ করে দেশটাকে গড়ার আহবান জানান।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ওই ইউনিয়নের আরো দুটি স্থানে গণসংযোগে যোগ দেন।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  দ্রুত সংস্কার   নির্বাচন   মির্জা ফখরুল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close