বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
রাজনীতি
‘সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার’
মো. হুমায়ুন কবির মানিক ,লাকসাম (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:৫১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। আগে ৩০% ভোটে নির্বাচিতরা দেশ শাসন করেছে আর ৭০% পার্সেন্ট ভোটের কোনো মূল্যায়ন হয়নি। আর পিআর পদ্ধতিতে সকল ভোটারের মূল্যায়ন হয়। সমস্ত রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দক্ষিণ জেলা শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুহাম্মাদ (সা.) সর্বোত্তম আদর্শের অধিকারী। এর স্বীকৃতি শুধু মুসলিমরা নয়; বরং বিভিন্ন ক্ষেত্রে বিজাতিরাও এ স্বীকৃতি দিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাসুল (সা.) এর আদর্শকে ধারণ করে সাহাবায়ে কেরামের অনুসরণ করে পথ চলে।

মুফতি রেজাউল করিম বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাতে এদেশের মানুষের কল্যাণ সাধিত হয়নি। বরং কালো টাকার দৌরাত্ম্য, পেশী শক্তির কারণে দিনের ভোট রাতে হয়েছে। যেনতেনভাবে নির্বাচন হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশে সকল উত্থান-পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা। যার উৎকৃষ্ট উদাহরণ হলো ২৪-এর গণঅভ্যুত্থান। এ দেশে পুণরায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন-ধর্ষণ ছাত্র-জনতা আর মেনে নিবে না। ৫ আগস্টের পর যারা এসব অপকর্ম করেছে তাদেরকে প্রতিহত করতে হবে।

প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ বলেন, ছাত্র সমাজ এদেশের সকল আন্দোলন-সংগ্রামের প্রাণভোমরা। এদেশকে গঠনে সব সময় ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। ৪৭, ৫২, ৬৬, ৭১, ৯০, ২০২৪ সহ সকল সংগ্রামেই ছাত্র সমাজ দৃঢ়চেতা ভূমিকা রেখেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ সেলিম মাহমুদ, কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার সিদ্দিকি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা আলহাজ শহীদুল্লাহ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি ওমায়ের আল হোসাইনী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নূরে আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিস লাকসাম পৌরসভা সভাপতি মুফতি মাহবুবুর রহমান প্রমুখ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সংস্কার   নির্বাচন   ইসলামী আন্দোলন বাংলাদেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close