জয়পুরহাটের কালাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল মান্নান (৫৮) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলী পাড়ার ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান পাঁচগ্রাম বেলতলী পাড়ার মৃত খয়বর আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন হিমাগারে আলুর ব্যবসা করতেন।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আলু বেচাকেনা করতে হিমাগারেও যেতে হবে। বাড়িতে থাকা ২/৩টি দুধের গাভির জন্য বৃষ্টির মধ্যেই আব্দুল মান্নান ঘাস কাটতে যান মাঠে। এ সময় বজ্রপাতে আহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন। এরইমধ্যে প্রতিবেশী ও পরিবারের লোকজন মাঠে গিয়ে জমিতে আব্দুল মান্নানের দেহ পড়ে থাকতে দেখেন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে প্রতিবেশী ও পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে নিয়ে যান।
নিহত আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বলেন,‘আমার বাবা প্রতিদিন হিমাগারে যাওয়ার আগে গাভিগুলোর জন্য ঘাস কাটতে মাঠে যায়। আজ আমার বাবা বজ্রপাতে মারা গেছে। আমরা ভাই-বোনরা বাবা হারা হলাম। আজ থেকে আমরা আমাদের বটগাছ হারালাম। আমাদেরকে কে আর বাবার মত ছায়া দিবে। আল্লাহতালা যেন আমার বাবাকে জান্নাতবাসি করেন।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনার থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
কেকে/ এমএস