জামালপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ আগস্ট দুপুরে জেলা স্কুল মাঠে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ও পূবালী ব্যাংক পিএলসি-এর সহযোগিতা এই খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বিআরআইইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইইউ বোর্ড আব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিআরআইইউ বোর্ড আব ট্রাস্টিজের সদস্য মো. উবায়দুল্লাহ, বিআরআইইউ ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, বিআরআইইউ পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইছ উদ্দিন, বিআরআইইউ রেজিস্ট্রার গোলাম মাওলা, পূবালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন , পূবালী ব্যাংক বকুলতলা শাখার ম্যানেজার মো. আমিনুল হক, পূবালী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার রকিবুল হাসানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। ফুটবল খেলা ব্রহ্মপুত্র ইউনিভার্সিটির ছয়টি দল অংশগ্রহণ করেছে ।
কেকে/এএস