রাজবাড়ীতে ৪ দিনব্যাপী মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে জেলা শহরের আজাদী ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এ সময় রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন সুমন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী লার্জফার্মার প্রেপাইটার মো. রাসেল রহমান।
এছাড়া রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারন সম্পাদক প্যারিস হোসেনসহ বিভিন্ন টিমের খেলোয়াররা।
উদ্বোধনী খেলায় ছাত্রদল নেতা রোমান ও দীপের টিম এবং টুর্নামেন্টে মোট ২৪ টি টিম অংশ গ্রহন করেছে।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসকে স্মরণ এবং যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দুরে রাখতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
কেকে/লআ