নীলফামারীতে শাহী মর্ডান ক্লাবের আয়োজনে সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে।
রোববার রাতে শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুন্দপুকুর ফকিরপাড়া ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বুড়ির ডাঙ্গা ফুটবল দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ. এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ জাহাঙ্গীর আলম, শাহী মর্ডান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সরকার, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী জানান, “২৮টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ২৫হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি ১৫হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।”
টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম বলেন, “বর্ণাঢ্য আয়োজনে গত ৭ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়। দশ বছর আগে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগেই নীলফামারীতে নাইট ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।”
কেকে/ আরআই