বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪      
খেলাধুলা
ঘরের মাঠে হোয়াইটওয়াশ ইন্ডিয়া, ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২৫ বছর আগের পুরনো দুঃস্বপ্ন আবারও ফিরে এল। ঘরের মাঠে টিম ইন্ডিয়া ফের টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল। গত বছরই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৩-০ হারে ভেঙেছিল টানা ২৪ বছরের অদম্য রেকর্ড। আর মাত্র এক বছরের মাথায় ফের একই পরিণতি— এ বার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক ইতিহাস যেন বারবার একই আঘাত হেনে চলেছে ভারতীয় ক্রিকেটে।

১৯৯৯-২০০০ সালে ভারত ঘরের মাঠে শেষ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হোয়াইটওয়াশ হয়েছিল। এর ২৪ বছর পর ২০২৪-এ কিউয়িদের কাছে লজ্জায় মুখ পোড়ায় টিম ইন্ডিয়া। ফের ২০২৫ সালে প্রোটিয়াদের কাছে ২-০ টেস্ট সিরিজ়ে উড়ে গেল তারা। ইডেনে প্রথম টেস্টে টেস্টে ৩০ রানে হারের পর, গুয়াহাটিতে ৪০৮ রানের ভয়াবহ পরাজয়— ভারতীয় ক্রিকেট যেন লজ্জার ইতিহাসে বন্দি হয়ে পড়ল।

গুয়াহাটির যে পিচে প্রোটিয়া ব্যাটাররা ঝড় তুলেছিলেন, ঠিক একই মঞ্চে ভারতীয় ব্যাটসম্যানরা যেন ভয়ে কেঁপে উঠলেন। দুই ইনিংসে মিলিয়ে একজন ব্যাটার নিজের ছন্দ খুঁজে পাননি। কখনও বোলারদের নিখুঁত ডেলিভারিতে দিশেহারা, কখনও অকারণে আগ্রাসী হয়ে ভুল শট বেছে নিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়েছেন তাঁরা। যার খেসারত, লজ্জাজনক ভাবে সিরিজ়ে হোয়াইটওয়াশ দিতে হলো ভারতকে।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৮৯ রান। সাতে ব্যাট করতে নেমে তুলনামূলক ভাবে অনভিজ্ঞ সেনুরান মুথুস্বামী (১০৯ রান) হাঁকিয়েছিলেন সেঞ্চুরি, নয়ে নেমে বোলিং অলরাউন্ডার মার্কো জ্যানসেন শতরান না পেলেও, ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আর জবাবে ব্যাট করতে নেমে ভারতের যশস্বী জয়সওয়াল সর্বোচ্চ ৫৮ রান করেছিলেন। এ ছাড়া ৪৮ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। বাকিরা ২৫ রানও স্পর্শ করতে পারেননি। ভারতকে একা শেষ করে দেন ৬ ফুট ৮ ইঞ্চির জ্যানসেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৫ উইকেট হারিয়ে ২৬০ করে বিরাট রানের বোঝা ভারতের মাথায় চাপিয়ে দেয়। ত্রিস্তান স্টাবস ৯৪ রান করে। টনি ডি জর্জি করেন ৪৯ রান। ভারতের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রানের। সেই রান তাড়া করতে নেমে ভারতের দ্বিতীয় ইনিংস আরও একবার তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। প্রথম ইনিংসে আগুনে মেজাজে বোলিং করেন জ্যানসেন, আর দ্বিতীয় ইনিংসে সাইমন হারমারের বিধ্বংসী স্পেলে ভারত গুটিয়ে যায় মাত্র ১৪০ রানে। ব্যাটিং লাইনআপে প্রথম ছ’জনের মধ্যে একজনেরও রানও ১৫-তেও পৌঁছতে পারেননি। যশস্বী ফেরেন ১৩ করে, ৬ করেন কেএল রাহুল, সাই সুদর্শনের সংগ্রহ ১৪ রান।

সকলকে অবাক করে চার নামানো হয়েছিল কুলদীপ যাদবকে। কেন? এর কোনও ব্যাখ্যা নেই। হয়তো ফাটকা খেলতে চেয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। আসলে ভারতের প্রথম ইনিংসে কুলদীপ মাত্র ১৯ রান করলেও, ১৩৪ বল খেলেছিলেন। মোদ্দা কথা, উইকেটে তিনি টিকে ছিলেন এবং টিমের মধ্যে সবচেয়ে বেশি বল খেলেছিলেন। সেই সব কথায় মাথায় রেখেই মিডল অর্ডারের ধসের মাঝে কুলদীপকে প্রতিরোধ গড়ার জন্য পাঠিয়েছিলেন গম্ভীর। তবে ভারতীয় কোচের এই পদক্ষেপ ফ্লপ প্রমাণিত হয়। ৩৮ বল খেলে ৫ রান সাজঘরে ফেরেন কুলদীপ। ২ করে ধ্রুব জুরেল। ঋষভ পন্থের সংগ্রহ ১৩ রান।

একমাত্র রবীন্দ্র জাডেজা সাতে নেমে হাল ধরেছিলেন। সে কারণেই ভারতের স্কোর ১০০ পার করে। তিনি একমাত্র প্লেয়ার যিনি হাফসেঞ্চুরি করেন। এই ইনিংসে ব্যর্থ হন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৬-তে আউট হন। নীতীশ কুমার রেড্ডিও ফ্লপ। তিনি তো শূন্যতে সাজঘরে ফেরেন। টেল এন্ডারে মহম্মদ সিরাজ (০) এবং জশপ্রীত বুমরাও (১ রান) কিছু করে উঠতে পারেননি। যার নিটফল, গুয়াহাটি টেস্টে হেরে ঘরের মাঠে লজ্জায় মুখ পোড়াল ভারত।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  হোয়াইটওয়াশ ইন্ডিয়া   দক্ষিণ আফ্রিকা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একান্নবর্তী ভাঙছে, কৃষি জমি কমছে
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
গোয়ালন্দে ফেরি থেকে জুয়ারি চক্র আটক
দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা, নীতি সংস্কারে জোর দিন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিএনপির মহাসমাবেশে লাখো মানুষের ঢল
চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবীতে ফটিকছড়িতে মশাল মিছিল
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
বেনাপোলে বিজিবি'র অভিযান, চোরাচালান পণ্যসহ আটক ২

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close