কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপের মেগা ফাইনালে টস জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে অধিনায়ক আকবর আলী প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শিরোপা লড়াইয়ে আগে ব্যাটিং করতে নামছে পাকিস্তান শাহিনস।
এর আগে নাটকীয় সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৯৪ রান করে ভারত। খেলা গড়ায় সুপার ওভারে। শ্বাসরুদ্বকর সেই সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।
অন্যদিকে পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
ফাইনাল ম্যাচে বাংলাদেশ একাদশ: জিশান আলম, হাবিবুর রহমান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল ও আব্দুল গাফফার।
পাকিস্তান: মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘোরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ ও সুফিয়ান মুকিম।
কেকে/ এমএস