কমলগঞ্জে ধর্ষনের অভিযোগে মামা গ্রেফতার
জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:১৬ পিএম আপডেট: ২৮.০৪.২০২৫ ৭:২৪ পিএম

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় মামা কতৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ এপ্রিল) এ ঘটনায় মামা কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করেছেন শমসেরনগর পুলিশ ফাঁড়ি।
পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার পরদিন নির্যাতিত শিশুটির মা ইতি রানি মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মামা কান্ত মালাকার পটেটো চিপসের লোভ দেখিয়ে আপন ভাগনিকে নিজ বসত ঘরে ধর্ষণ করে। পরে মা ইতি রানি শিশুটিকে (৭) কান্না করে দেখে জানতে চাইলে মামা তাকে ধর্ষণ করেছে বলে জানায়। ঘটনার পর শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করেছে শমশেনগর পুলিশ ফাঁড়ি
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূইয়া বলেন, আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেকে/এএম