বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ ও কক্ষে তালা মারেন আন্দোলনকারীরা।
রোববার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ ও পরে রেজিস্ট্রার কক্ষে তালা দেয় তারা। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত রেজিস্ট্রারের অপসারণের দাবি জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের দোসররা অধ্যাপক ড. মুহসিন উদ্দীন স্যারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে এবং তাকে একাডেমিক ও সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়েছে। আমরা কিছুদিন যাবত আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কোনো পাত্তা দিচ্ছে না। তারই ফলাফলস্বরুপ আজকে রেজিস্ট্রার দফতরে তালা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে আমরা এই তালা খুলব না এবং খুলতেও দেবো না।
কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী স্বপ্নিল অপূর্ব রকি বলেন, রেজিস্ট্রার মনিরুল নারী কেলেঙ্কারিতে জড়িত এবং মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার পরেও তাকে একটি গুরুত্বপূর্ণ পদে বহাল করা হয়েছে। সেই বহাল থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এর আগে, গত ২৪ এপ্রিল রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ চার দফা দাবিতে দুই দিনের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা শিক্ষার্থীরা। এ ছাড়া অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদ জানিয়ে আসছেন তারা।
কেকে/এএম