সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
‘জ্ঞানভিত্তিক অর্থনীতির এ যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার’
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:০৫ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেধাস্বত্ব হলো তত্ত্ব আর বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। ঔষধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাগত সরঞ্জাম কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিয়ায় উদ্ভাবিত গবেষণার খাতগুলির জন্য মেধাস্বত্ব অপরিবহার্য। জ্ঞানভিত্তিক অর্থনীতির এ যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার। 

রোববার (২৭ এপ্রিল) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি এমন একটি বিশ্ব নির্মাণের জন্য কাজ করতে হবে, যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হয়।  

তিনি আরো বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিতে তরুণ ও নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে আমাদের সচেতন থাকতে হবে, যেন মেধাস্বত্বের কাঠামো কখনোই বাধা না হয়ে ওঠে। বরং এটি যেন উদ্ভাবনের পথকে আরো উন্মুক্ত করে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। 

আইকিউএসি আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম মেধাস্বত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। 

এর আগে, সকালে দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  জ্ঞানভিত্তিক অর্থনীতি   মেধাস্বত্ব   হাতিয়ার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক : ট্রাম্প
ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close