আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনে দাবিতে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে চান্দনা চৌরাস্তা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান।
আরো বক্তব্য রাখেন— নাবিল ইউসুফ , মুসা ইব্রাহিম, খন্দকার আল আমিন, এম এম শোয়াইব, আতাউল্লাহ, সুমন বাড়ই, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম। আওয়ামী লীগের দ্রুত বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।
কেকে/এএম