বৃহস্পতিবার, ১ মে ২০২৫,
১৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ১ মে ২০২৫
শিরোনাম: খাদের কিনারে এনসিপি      আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে: মির্জা ফখরুল      নারী বিষয়ক সংস্কার কমিশনকে আমরা মানি না: জামায়াত আমির      চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে আবেদন      পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখেই পালাল ভারতের যুদ্ধবিমান      জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় দাস      ‘বরাদ্দের অর্ধেকে তিনশ ঘর নির্মাণ করায় সেনাবাহিনীকে কৃতজ্ঞতা’      
গ্রামবাংলা
মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৩২ পিএম  (ভিজিটর : ৯৮)
মতলব উত্তরে শ্যামনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ।

মতলব উত্তরে শ্যামনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে সাদুল্ল্যাপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের জয়নাল ফকিরের ছেলে হৃদয় (২৭), মৃত আলী ফকিরের ছেলে জয়নাল (৫৫), মৃত আবুল হোসেন ফকিরের ছেলে রহিম বাদশা (৫০) বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গ্রামের শ্যামনগর গ্রামের শেকান্তর আলী প্রধানীয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেনে এবং একই গ্রামের মৃত আলী ফকিরের ছেলে জয়নালের মধ্যে মতলব উত্তর থানার অন্তর্গত সাবেক ১১নং হালে ১৩নং কালিপুর মৌজার বি.এস ৪৫৩ ও ৩৯নং খতিয়ানের অন্দরে সি.এস ৬৬৯ বি.এস ১১৬১ দাগে ভিটি ৪ শতক ভূমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ১২ এপ্রিল জয়নাল ফকির জোরপূর্বকভাবে ওই বাড়ির সীমানায় প্রাচীর নির্মাণ করছিল। তখন তোফাজ্জল হোসেন বাধা দিলে সেই বাধা উপেক্ষা কর তিনি সেখানে ভবন নির্মাণ করেন। তোফাজ্জল হোসেন কোনো উপায় না পেয়ে চাঁদপুর আদালতের হৃদয় গংদের বিরুদ্ধে ফৌ. কা. বি. আইনে ১৪৫ ধারার বিধান মতে আবেদন করলে গত ১৪ এপ্রিল চাঁদপুর বিজ্ঞ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে নথি পর্যালোচনা করে ৪৭০ স্মারকে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জকে (ওসি) ওই স্থানের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

এ ছাড়া মতলব উত্তর উপজেলা সরকারি কমিশনারকে (ভূমি) ঐ দাগের ভূমির দখল বিষয়ে মতামতসহ তদন্ত প্রতিবেদন দেওয়ান নির্দেশ করা হয়েছে। এবং দুই পক্ষকে কারণ দর্শাতেও নির্দেশ করা হয়েছে। আদালতের নোটিশের পরিপেক্ষিতে মতলব উত্তর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ১৪ এপ্রিল ওই স্থানে দুই পক্ষকে নোটিশ প্রদান করেন এবং চলমান কাজ বন্ধ করে দিয়ে আসেন।

এ সময় তিনি জানিয়েছেন বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থানে কোন রকমের কাজ করতে দেওয়া হবে না। কিন্তু পুলিশের নোটিশ পাওয়ার ২ দিন পর আবার ওই স্থানে পুনরায় আবার কাজ শুরু করে জয়নাল ফকির ও তার লোকজনরা।

এ বিষয়ে তোফাজ্জল হোসেন জানান, আমি কোনো উপায় না পেয়ে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত আমার প্রার্থনা মঞ্জুর করে এইখানে ১৪৫ ধারা জারি করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তারা আদালতের রায় অমান্য করে পুনরায় কাজ শুরু করেছে।

জয়নাল ফকির জানান, আমি আমার জায়গার সীমানায় দেওয়াল নির্মাণ করছিলাম। তারা কী কারণে এই জায়গার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমি জানি না।

কেকে/এএম





আরও সংবাদ   বিষয়:  মতলব উত্তর   আদালতের   নিষেধাজ্ঞা অমান্য   সীমানা প্রাচীর নির্মাণ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাদের কিনারে এনসিপি
শহিদকন্যা লামিয়া ধর্ষণের ডাক্তারি প্রতিবেদনে ৩ জনের আলামত
সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র সীতাকুণ্ড: আসলাম চৌধুরী
ছাত্ররা সরকারের সঙ্গে যুক্ত হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
মৌলভীবাজারে ভুট্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে নারী জাগরণের পথিকৃৎ ইউএনও ফেরদৌস আরা
মানিকগঞ্জে বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
পত্নীতলায় নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নালিতাবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
খাদের কিনারে এনসিপি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close