সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
পীরগাছায় নতুন ঘর উপহার পেল এক অসহায় বৃদ্ধা
লাভলু মিয়া, পীরগাছা (রংপুর):
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৩:১৭ পিএম
পীরগাছায় নতুন ঘর উপহার পেল অসহায় আহাতন বেগম।ছবি:প্রতিনিধি

পীরগাছায় নতুন ঘর উপহার পেল অসহায় আহাতন বেগম।ছবি:প্রতিনিধি

আহাতন বেগম। বয়স ৭০ এর মত। আনুমানিক ৪০ বছর আগে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর এক পুত্র সন্তানের মা হয়েছিলেন তিনি। কিন্তু অভাবের সংসারে অসুস্থতায় ভুগে শিশু বয়সেই মারা যায় সেই সন্তান । একমাত্র সন্তানকে হারানোর পর ভাগ্যের ফেরে স্বামীর সাথেও বিচ্ছেদ ঘটে তার। স্বামীর সাথে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি। বর্তমানে এক বোন ছাড়া তার আপনজন বলতে তেমন কেউ নেই। সেই বোনটিও জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।

স্বামীর সাথে ছাড়াছাড়ির পর থেকে বাপের ভিটায় ছোট্ট একটা খুপরি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করছেন তিনি। বয়সকালে বিভিন্ন কাজকর্ম করে পেট চালালেও বৃদ্ধ বয়সে এসে এখন যেন তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন। অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তিনি। আহাতন বেগমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদমপাড়া গ্রামে। তার এই অসহায়ত্বের খবর পেয়ে এক মাসের বাজার খরচ নিয়ে গত ২৫ অক্টোবর বৃদ্ধার কাছে হাজির হয় স্থানীয় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ 'পীরগাছা বন্ধু মহল' এর ১০-১২ জন তরুণ।

এসময় বৃদ্ধা আহাতন বেগম তাদের কাছে কেঁদে কেঁদে আবদার করেন তার জরাজীর্ণ খুপরি ঘরটি ঠিক করে দেওয়ার। বৃদ্ধার কান্না দেখে 'পীরগাছা বন্ধু মহল' এর সদস্যরা তাকে একটি নতুন ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তারা নিজেরাই যে যার সামর্থ্য মত চাঁদা দিয়ে বৃদ্ধার জন্য নতুন একটি টিনের ঘরের ব্যবস্থা করেন।

 শুক্রবার (৮ নভেম্বর)  জুম্মার নামাজের পর মিলাদ পড়িয়ে মিষ্টিমুখ করে সেই ঘরটি আহাতন বেগমের নিকট হস্তান্তর করা হয়। শুধু তাই নয় এ সময় তাকে নতুন শাড়ি-কাপড়ও উপহার দেওয়া হয় গ্রুপটির পক্ষ থেকে।

শুক্রবার সন্ধ্যায় সেই বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখা যায়, নতুন চকচকে একটি টিনের ঘরের ভিতরে বসে আছেন বৃদ্ধা আহাতন বেগম। থাকার ঘর ছাড়াও একটি রান্নাঘরও করে দেওয়া হয়েছে আহাতন বেগমের জন্য। এসময় ওই গ্রুপের এডমিন মাসুদ রানা, বেলাল হোসেন, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাওন, আশিকুর রহমান, আবির, আতিকুল ইসলামের সাথে কথা হয়। মাসুদ রানা বলেন, আমরা এই বৃদ্ধার জন্য যেদিন বাজার করে নিয়ে আসি তখন দেখি উনি যে ঘরটাতে থাকতেন সেটা খুব জরাজীর্ণ, সংকীর্ণ, বেড়া ভাঙ্গা, চালের টিনে অসংখ্য ফুটো।

 তখন উনি আমাদেরকে কেঁদে কেঁদে বলেন, সামান্য বৃষ্টি হলেই সেই ঘরের চাল দিয়ে নাকি পানি পড়ে, বিছানা ভিজে যায়। ঘুমোতে পারেন না। এই শেষ বয়সে একটু শান্তিমতো ঘুমানোর জন্য তিনি সেদিন ঘরের আবদার করেছিলেন। আজকে আমরা তাকে একটি নতুন ঘর উপহার দিতে পেরে মানসিকভাবে শান্তি পাচ্ছি। উনার ঘরে বিদ্যুতের ব্যবস্থাও ছিল না। আমরা সেটাও ব্যবস্থা করেছি। এসময় আহাতন বেগমের প্রতিবেশী মৌসুমি বেগম জানান, ওই বৃদ্ধার দেখাশুনা করার মত কেউ নেই। মৌসুমি বেগম মাঝে মধ্যে তার দেখভাল করেন। এই বয়সে ধান কুড়িয়ে, বয়স্ক ভাতার টাকা, মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে কোনোমতে খেয়ে না খেয়ে দিন কাটে তার। এ সময় ওই বৃদ্ধাকে নতুন ঘর করে দেওয়ার জন্য পীরগাছা বন্ধু মহলকে ধন্যবাদ জানান তিনি। বৃদ্ধা আহাতন বেগম বলেন, আমার দুর্দশার কথা শুনে এই বাবারা এগিয়ে এসে আমার জন্য নতুন ঘরে করে দিয়েছে। এখন আমি একটু শান্তিমতো ঘুমাতে পারবো। আগে বৃষ্টির সময় খুবই কষ্ট হতো। আমি দোয়া করি এই বাবাদের জন্য। 

পীরগাছা বন্ধু মহল গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন দুবাই প্রবাসী রবিউল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক, সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা বর্তমানে প্রতি মাসে দু-একটি দরিদ্র পরিবারকে এক মাসের বাজার করে দিচ্ছি নিজেদের চাঁদার টাকায়। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার ইচ্ছা আমাদের রয়েছে। মূলত সমাজের অসহায় মানুষে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেতে আমরা গ্রুপটি খুলেছি।

কেকে/এইচএস
আরও সংবাদ   বিষয়:  পীরগাছায় নতুন ঘর পেল বৃদ্ধা   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা
ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close