ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৩:০১ পিএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলা ভবনের বেলকনি থেকে নিচে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার কাঞ্চননগর ৪ নং ওয়ার্ডস্থ শিল্প পাড়া এলাকার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম ওই ভবনে বাসা ভাড়ায় থাকতেন।
তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের পুত্র এবং গ্রামীন ব্যাংক কাঞ্চননগর শাখার ব্যবস্থাপক।
জানা যায়, মৃত আবুল হাশেম তিন তলা ভবনে বেলকনি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ভোরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি অসাবধানতা বসত নিচে পড়ে যায় বলে ধারনা করা হচ্ছে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।"
কেকে/এআর