সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক যুবকের কাছ থেকে এনএসআই লোগো সংবলিত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ ছুটির একটি প্রজ্ঞাপন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিল।
জানা গেছে, আটক যুবকের পূর্বের নাম ছিল টিটুল বিশ্বাস। ২০২৩ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন। শ্বশুরবাড়ির এলাকাতেও তিনি এনএসআইয়ের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মধ্য তাহিরপুর গ্রাম থেকে এনএসআই পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেকে/এআর