দেশকে অস্থিতিশীল করতে ও বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিলকে ব্যবহার করে নাশকতা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে গাজীপুরের গাছা থানা পুলিশ। এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুর অনুমান দেড়টার দিকে গাজীপুর মহানগর গাছা থানা বোর্ডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিল বের হয়।
উক্ত মিছিলের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর লুটপাট ও ক্ষতিসাধন করে।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থল এলাকায় অবস্থানরত দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে উক্ত ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ পূর্বক দুষ্কৃতিকারী শনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত ৪ জন দুষ্কৃতিকারীকে অত্র থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত ঘটনার উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলামান আছে।
এই ঘটনায় গাছা থানার মামলা নং ৮ ধারা ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৮, ৪২৭, ৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো সিয়াম খান (অনিক) (১৮) শিমুল আহাম্মেদ শাওন (২০) মো. শাহিন (১৯) জয়নাল আবেদীন (২১)।
আজ মঙ্গলবার সকাকে গাছা থানার ডিউটি অফিসার নাছরিন আক্তার খোলা কাগজকে জানান, গ্রেফতারকৃত চারজনকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
কেকে/এএস