বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
রাজনীতি
জনতার দলের চেয়ারম্যান শামীম কামাল
‘দল ক্ষমতায় না গেলেও মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজি শুরু করেছে’
নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৬:২০ পিএম

বাংলাদেশের যতগুলো দল এসেছে, সবগুলো দলই দুর্নীতি করেছে। এখনো কিছু দল ক্ষমতায় না গেলেও মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজি শুরু করেছে বলে মন্তব্য করেছেন ইনসাফ জিন্দাবাদ স্লোগানের ‘জনতার দল’-এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল।

বৃহস্পতিবার ( ৩ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপি কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ব্যাপক মোটরসাইকেল শোডাউন করেন। দল গঠনের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী এলাকা সফর ও জনসংযোগ।

তিনি বলেন, জুলাই আন্দোলনের পর আমি অনেক বড় বড় প্রস্তাব পেয়েছি। সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাবও আমার কাছে এসেছিল। অনেক দল আমাকে নেওয়ার চেষ্টাও করেছে। আমি যদি তাদের সঙ্গে যোগদান করি, তাহলে আমাকে বড় পদ দেবে বলেছিল। কিন্তু আমি ভেবে দেখেছি, কিছুদিন পর তারা অপমানিত হয়ে বিদায় নেয়। অনেকেই এখন বাড়িতেও থাকতে পারছে না। এ কারণেই আমি নিজেই দল তৈরি করেছি।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে আমি গবেষণা করে খুঁজে বের করেছি যে, বাংলাদেশে ভালো মানুষ এখনো আছে। তারা রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের পরিবেশ উন্নত করতে পারে। ৪০-৫০ জন সাহসী লোকই যথেষ্ট হতে পারে। এ ছাড়াও তাদের সৎ ও দেশপ্রেমিক হতে হবে। সেনাবাহিনীতেও অনেক ভালো লোক আছেন, তাদের মধ্য থেকে আমি অনেককে খুঁজে বের করেছি।

তিনি উল্লেখ করেন, যাদের প্রস্তাব দিয়েছি, তাদের মধ্যে ৯৭ শতাংশ মানুষ আমার প্রস্তাবে সায় দিয়েছে। তাদের নিয়েই আমি এই দল গঠন করেছি। আমার চিন্তাভাবনা হলো, স্বাভাবিকভাবে দলগুলো যে পথে চলে, আমরা সে পথে চলব না, বরং তার উলটো পথে চলব। অর্থাৎ কই মাছের মতো।

মিথ্যা হামলা-মামলা প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা এখন কি মাটিতে ঘুমাচ্ছে না? দেশে এত কাণ্ডকীর্তি ঘটে গেল, ঘটেনি কি? সেটা দেখে, সামনে যে দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের মধ্যে লুটপাট কি কমেছে? বরং দেশে আরোবেড়েছে। এই এলাকায় আমরা হামলা-মামলা হতে দেবো না। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হ্যাঁ, যদি কেউ অন্যায়-অবিচার করে থাকে, তার নামে মামলা হোক। কিন্তু নিরীহ মানুষকে মিথ্যা মামলা বা হামলা করা হলে, তার প্রতিবাদ আমাদের করতেই হবে।

তিনি বলেন, আদিতমারীতে বিএনপি অফিস কোথায়, তা অনেকেই জানে না, অথচ মামলায় কীভাবে তার নাম আসে? ছাত্র হত্যা মামলায় অনেক মানুষ এখন জেলখানায়। এমনকি আমার ছোট বোনের স্বামীও জেলখানায় আছেন। দেশ এখন জুলুমের রাজ্যে পরিণত হয়েছে। যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের বর্জন করুন, এখনো সময় আছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও আমরা তাদের ভোট দেবো না।

গত ২০ মার্চ ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘জনতার দল’ আত্মপ্রকাশ করে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামালকে চেয়ারম্যান করে দলের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। দলটির লক্ষ্য হিসেবে ‘নতুন বাংলাদেশের অঙ্গীকার’ এবং স্লোগান হিসেবে ‘ইনসাফ জিন্দাবাদ’ নির্ধারণ করা হয়েছে।

দল ঘোষণার পর প্রথম নিজ এলাকায় এসে চেয়ারম্যান শামীম কামাল দিনব্যাপী মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন এবং স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার এই সফর ও শোডাউনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন দলের চেয়ারম্যানের এই কর্মসূচিকে ঘিরে কালীগঞ্জ ও আদিতমারীর রাজনৈতিক অঙ্গনেও বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

কেকে/এএম

 
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close