শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
নিষিদ্ধ হলেও মানছে না কেউ
পলিথিন ব্যবহারে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিতে শ্রীমঙ্গলের বাসিন্দারা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নজরদারি না থাকায় শ্রীমঙ্গলে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার অব্যাহত রয়েছে। বিভিন্ন বাজারে, বিশেষ করে মুদি দোকান, কাঁচাবাজার এবং মাছের বাজারে ছোট, বড় ও মাঝারি পলিথিন ব্যাগের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। এই পলিথিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে হাতলসহ ও হাতল ছাড়া, যা আইনত নিষিদ্ধ হলেও প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। এভাবে পলিথিনের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম বিপর্যয় ডেকে আনছে।

সোমবার (১৭ মার্চ) সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের স্টেশন রোডের মেসার্স মর্ডাণ ভ্যারাইটিজ স্টোর, লোকনাথ ভ্যারাইটিজ স্টোর, সাদিয়া ভেরাইটিজ স্টোর, সোনার বাংলা রোডের পলাশ স্টোর, নতুন বাজার রোডের মেসার্স বিসমিল্লাহ স্টোরসহ হবিগঞ্জ রোডের বিভিন্ন দোকানে বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ বিক্রি হচ্ছে। কাস্টমাররা নির্বিঘ্নে কিনছেন নিষিদ্ধ পলিথিন।

পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর নজরদারি না থাকার কারণে পলিথিনের উৎপাদন ও বিক্রি রোধ করা যাচ্ছে না। বিশেষত, পলিথিনের ব্যবহার কমাতে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানো সম্ভব হচ্ছে না। 

শ্রীমঙ্গল পরিবেশবাদী সংগঠনের নেতারা জানিয়েছেন, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে এবং গাছের জীবন শক্তি ক্ষয় করছে। তাই তারা সরকারের কাছে পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, পলিথিন ব্যবহার এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কেন এসব বাজারে প্রকাশ্যে পলিথিন বিক্রি হচ্ছে, বিষয়টি খোঁজ নিয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে পরিবেশ রক্ষা করা যায়।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নিষিদ্ধ   পলিথিন   স্বাস্থ্য ঝুঁকি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডিএনএ’র মাধ্যমে সনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে
যুক্তরাষ্ট্র না রাশিয়া, সাগরের তলদেশের শক্তিতে কে এগিয়ে?
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৪

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close