ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইকুয়েডরে করোনার শিক্ষকের ডাকে সাড়া দিলেন জেলা প্রশাসক

বরগুনা প্রতিনিধি
🕐 ১০:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

বরগুনার ডিকেপি রোডের বাবে জান্নাত মাদ্রাসার একজন শিক্ষক স্ত্রী ও শিশু সন্তান নিয়ে সুখেই জীবনযাপন করে আসছিলেন। হঠাৎ করেই করোনা ভাইরাসের প্রকোপে চলছে অঘোষিত লকডাউন।

বরগুনায় বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাইভেট। অঘোষিত লকডাউন চলার কয়েকদিনের মধ্যেই ওই শিক্ষকের ঘরের খাদ্য শেষ হয়ে যায় এবং অসহায় হয়ে পড়েন দুই বছরের শিশুর দুধ কেনার অর্থ পকেটে না থাকায়। নিরুপায় হয়ে শিক্ষক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর ০১৭৩৩৩৪৮০৮০ নম্বরে অসহায়ত্বের কথা লিখে একটি ক্ষুদে বার্তা পাঠান।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শিক্ষকের অসহায়ত্বের বার্তা পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান এবং সন্তানের দুধ কেনার জন্য নগদ অর্থ পাঠিয়ে দেন শিক্ষকের বাসায়।

জেলা প্রশাসকের নির্দেষে গত বৃহস্পতিবার রাতে আরডিসি আসাদুজ্জামান শিক্ষকের বাসায় গিয়ে ত্রাণ পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জহিরুল হক নান্না।

ত্রাণ ও শিশু সন্তানের দুধ কেনার জন্য নগদ অর্থ পেয়ে শিক্ষক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর জন্য দোয়া করে বলেন, আমার সংকটময় মূহুর্তে স্যারের এ সহযোগিতা পেয়ে আমি চির কৃতজ্ঞ।

 
Electronic Paper