ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলাপাড়ায় ইলিশ শিকারে জেলেদের যাত্রা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
🕐 ৮:০৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

মৌসুমের শুরুতেই ৬৫ দিন অবরোধ শেষে ইলিশ শিকারে গভীর সমুদ্রে যাত্রা করেছে পটুয়াখালী উপকূলীয় এলাকার প্রায় ৪৮ হাজার জেলে। গভীর সমুদ্রে মাছ শিকারের অদম্য ইচ্ছা থেকে জেলে পাড়া গুলোয় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

মৌসুমের অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও জেলেদের জালে মিলবে ঝাকে ঝাকে রুপালী ইলিশ, মৎস্য আড়ৎগুলোয় ফিরে আসবে বাণিজ্যিক প্রাণচাঞ্চল্য এমনটাই প্রত্যাশা জেলেসহ ব্যবসায়ীদের।

অবশেষে গত রোববার রাতে শেষ হয়েছে ৬৫ দিনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। দীর্ঘ এ অবরোধকালীন সময়ে জেলেরা সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আগেই। গতকাল সোমবার ভোরে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে ট্রলার নিয়ে দলে দলে যাত্রা শুরু করেছেন জেলেরা।

গভীর সমুদ্র থেকে ট্রলার ভর্তি রুপালি ইলিশ নিয়ে জেলেরা ফিরবেন ঘাটে। জমে উঠবে দক্ষিনের সবচেয়ে বড় মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের আড়ৎগুলো। মৌসুমের শুরুতেই অবরোধ, অবরোধকালীন সময়ে প্রনোদনা না দেওয়া এবং অবরোধকালীন সময়ে দেশের জলসীমানায় প্রতিবেশী রাষ্ট্রের জেলেদের মাছ ধরা নিয়ে ক্ষুদ্ধ জেলেরা।

 
Electronic Paper