ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রার্থনায় অঙ্কুরিত বিরহগাথা

মাসুদ চয়ন
🕐 ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

প্রার্থনায় অঙ্কুরিত বিরহগাথা

রাতের আকাশ প্রার্থনার প্রসাধনী রঙে জ¦লজ¦ল করছেÑ
অঙ্কুরিত হচ্ছে জলজ আগুন,
ব্যথাবাহী দূরত্ব অসীমের সাথে পাশঘেঁষে হাঁটছে;
নিলান্তিকা,

তোমার চোখে কি সে জল ভেসেছে?
সেই প্রিয় ডাক নাম ধরে ডাকছি তোমায়!
অভিঘাতী কবিতার সমুদ্রে চিরকাল বেঁচে রবে;
সংসারী রমণীর জীবন বৃত্তান্ত কেমন হয়?
নতুনের সান্নিধ্যে নিজেকে মানিয়ে নিয়েছ কেমন?
নাকি গহিন শূন্যে চেয়ে অশ্রুবানে নিস্তেজ হয়ে যাচ্ছ
আষাঢ়ভেজা রাতের মতো-
ডালিম গাছের দোলনায় দোল খেয়ে যায় সবুজ স্নিগ্ধ শৈশব;
সেখানে তুমি আমি নেই-
মনে হয় ভুলে গেছ?
শাপলার বিলে ছুটে চলা হবে না আর,
কাঁধে কাঁধ রেখে স্বপ্নের রঙিন মানচিত্র আঁকতে যে তুমি!
কারণে অকারণে অভিমানে কার বিলাসিতায় হারাব?

 
Electronic Paper