অসীম বেদনা || ইমতিয়াজ বুলবুল
অনলাইন ডেস্ক
🕐 ১২:১৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪
কেউ আমার বুকটা একটু ধরো
দু'হাতে জরিয়ে না হোক
অন্তত একটু ছুঁয়ে রাখো ধরে,
বুকটা বেদনায় ভারী হয়ে
বালুর বাঁধের মত ভেঙে ভেঙে
নিঃশ্বাসে নিঃশ্বাসে যাচ্ছে পড়ে।
যেন না ভাঙে বুক তাই
রোদে পুড়িয়েছি তীব্র শীতে
শীতল করেছি, গোপনে নিজেকে
করেছি অত্যাচার,
তবু কিছু হয়নি
সব বেদনা এক হয়ে
বুক ভেঙে যাচ্ছে আমার।
আমি জানিনা বুক ভেঙে ভেঙে
কতটুকু থাকবে হৃদয়
আদৌ কি থাকবে বেঁচে ভালবাসায়।
এত কেন ভাঙে বুক এত কেন কাঁদে
জীবন যেন পড়ে আছে অসীম বেদনার ফাঁদে।