ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বইমেলায় নীলা কবীরের ‘কথা বলা লাউ’

সাহিত্য ডেস্ক
🕐 ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪

বইমেলায় নীলা কবীরের ‘কথা বলা লাউ’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে নীলা কবীরের শিশুতোষ গল্পের বই ‘কথা বলা লাউ’। এতে নৈতিক শিক্ষামূলক তিনটি গল্প রয়েছে। সেগুলো হলো কথা বলা লাউ, কুৎসিত ময়ূর ও শেয়ালের বন্ধু বক।

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে বাংলানামার ২১৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এটির মুদ্রিত দাম ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

এটি নীলা কবীরের দ্বিতীয় বই। তার প্রথম উপন্যাস ‘এই মেঘ, এই রোদ্র।’ এটিও পাঠকমহলে সাড়া ফেলেছিল।

নিজের নতুন বই সম্পর্কে নীলা কবীর বলেন, ‘কথা বলা লাউ’ বইয়ের গল্পগুলো নৈতিক শিক্ষামূলক। এই গল্প পাঠের মাধ্যমে শিশু-কিশোররা নৈতিক শিক্ষা লাভ করতে পারবে। বইটি শিশুদের মনের খোরাক জোগাবে।’

 
Electronic Paper