ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অশ্রু বিয়োগ || ইমতিয়াজ বুলবুল

অনলাইন ডেস্ক
🕐 ১:৪৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৪

অশ্রু বিয়োগ || ইমতিয়াজ বুলবুল

ছেলে তাঁর বড় হয়েছে
ঘর ছাড়ার হয়েছে সময়,
কিছু দিন হলো জানিয়ে দিয়েছে
জীবনকে করতে হবে জয়।

 

সেই থেকে শুকায়ে গেছে মায়ের মুখ
বেদনায় কেবলই বুক হচ্ছে ভার
অবুঝ মায়ের মন ক্ষয়ে যাচ্ছে বুক
কোন ভাষা নেই তা জানাবার।

ছেলে তাঁর থাকুক পাশে
তাতেই মা'র মহা সুখ
কতসব ভাবনা মাথায় আসে
বেদনার ব্যাথা ঝরে যেন নিঃশ্বাসে।

কত যতনের ধন মানিক রতন
চলে যাচ্ছে বহুদূরে,
বিচিত্র মানুষের জীবন
ভালবাসার সুর বাঝে করুন সুরে।

মায়ের চোখ যেন অশ্রু টলমল
অন্যরা তাকে দিচ্ছে সান্ত্বনা
ফুরায়ে গেছে তাঁর বল
মন কিছুতে আর স্হির থাকেনা।

ছেলে চলছে বাড়ি ছেড়ে মা চলছে পাশে
বিষন্ন সব কারো মুখে হাসি ফুটেনা
কেঁদে ফেললো মা অবশেষে
অশ্রু আর ধরে রাখতে পারলনা;
অশ্রু বানে ভেসে চলছে মা
বুকের ধন থাকুক যতনে এই কামনা।


শ্রদ্ব্যাময় মা'কে নিবেদন করে।

 
Electronic Paper