ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আগামীর ডাক

শেলী সেনগুপ্তা
🕐 ২:২৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

আগামীর ডাক

দুরন্ত অশ্বে পেছনে ছুটতে ছুটতে সবকিছু
ঝাপসা হয়ে যাচ্ছে
স্বচ্ছতার জন্য চাই
অণুবীক্ষণ যন্ত্র,
কবে থেকে যেন সত্য-মিথ্যার বিভেদ ভুলেছি,

কতদিন আকাশ দেখি না,
দেখি না হাসি হাসি মুখখানি
জ্যামিতিক জটিল নকশায়
সব কিছু দূরের হয়ে গেছে,
দুরবিন চাই
দূর ও কাছের ভেদটুকু গোছাতে,

যেখানে বৈষম্য সেখানে কবিতা নয়,

কবিতার তপস্যায় নিমগ্ন হতে
গল্পের নটে গাছ মুড়োনোর আগেই
হেঁটে যেতে হবে বৈষম্যহীন কালের পথে,

দুরবিন ও অণুবীক্ষণ নয়
একটি কলম দেব
ভালোবাসায় মোড়ানো...

 

 

 

 
Electronic Paper