ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

পিরোজপুর প্রতিনিধি
🕐 ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় পুলিশের সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৫৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সরদার বলে দাবি পুলিশের।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার পত্তাশী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।
ইন্দুরকানিথানা পুলিশের ওসি শেখ নাসিরউদ্দিন বলেন, শুক্রবার রাতে খুলনা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সরদারকে গ্রেফতার করে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল। তার দেয়া তথ্যানুযায়ী শনিবার রাত আড়াইটার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন মোড়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় জাকির হোসেনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি চালায় ডিবি পুলিশ। তখন ডাকার সরদার জাকির পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও বলেন, জাকিরের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ১টি দেশি দাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

 
Electronic Paper