ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সময়ের সাথে রেমিটেন্স বাড়তে শুরু করেছে : অর্থমন্ত্রী

খানসামা প্রতিনিধি
🕐 ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ০৯, ২০২৪

সময়ের সাথে রেমিটেন্স বাড়তে শুরু করেছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সময়ের সাথে রেমিটেন্স বাড়তে শুরু করেছে৷ গত ফেব্রুয়ারিতে ২১৬ মিলিয়ন ইউরো রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে ৫ম বারের মত সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। সকল মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷

বিএনপির উদ্দেশ্য অর্থমন্ত্রী বলেন, তারা দেশকে নিয়ে মিথ্যাচার করছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। তাদের ভিত্তিহীন কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

খানসামা উপজেলা নির্বাহী মো. তাজউদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি মোজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-সুধীসমাজ প্রমুখ।

 
Electronic Paper