মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ      এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া ইসির স্বেচ্ছাচারিতা : নাহিদ      জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের       ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড      প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর      অতিরিক্ত জামিন দেওয়ায় ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ      ‘নির্বাচন সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার’      
খোলাকাগজ স্পেশাল
রাজনীতির ময়দানে সুস্পষ্ট বিভক্তি
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৪৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাস পেরিয়ে গেছে। রাজনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করছে সরকার। এর মধ্যে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। এরই মধ্যে ৫৩ বছর পর নতুন করে আলোচনায় গণপরিষদ নির্বাচন। এ নিয়ে রাজনীতির মাঠে আছে সুস্পষ্ট দ্বিধাবিভক্তি। পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। এনসিপি পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির। 

স্বাধীন বাংলাদেশে গণপরিষদ বিষয়টি কিন্তু নতুন নয়। মূলত সংবিধান রচনা করতে যে কমিটি গঠন করা হয় তাকে গণপরিষদ বলে। দেশের ৫৪ বছরের ইতিহাসে তা একবারই গঠিত হয়েছিল ১৯৭২ সালের ২৩ মার্চ। ১৯৭০ সালের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে জয়ী প্রতিনিধিরা ছিলেন এর সদস্য। বর্তমানে গণপরিষদ ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত ৫ আগস্টের পর সংবিধান পরিবর্তনের দাবি থেকেই। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হয়। 

নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম এ বিষয়ে বলেন, রাজনৈতিক ঐকমত্য হলে, নির্বাচিত কিংবা অনির্বাচিত দুই প্রক্রিয়ায়ই গঠন করা যায় এটি।

জাতীয় নির্বাচনের সঙ্গেও গণপরিষদ নির্বাচনও হতে পারে বলে দাবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। যার এজেন্ডা নির্ধারিত হবে জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ বিষয়ে বলেন, আমরা বলেছি যে, সামনের নির্বাচনটা হতে হবে গণপরিষদ কাম আইনসভা নির্বাচন, যেখানে এক নির্বাচনের মধ্যে দিয়েই আপনি দুটো করবেন। 

তিনি আরো বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান প্রণয়ন করবেন। এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা গণভোট করবে, আশা করা যায় জনগণ এ বিষয়ে সহায়তা করবে। এরপরই নির্বাচিতরা নিজেদের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করবেন। এটা হচ্ছে আমাদের রোডম্যাপ। এর আগে গণপরিষদের বিতর্কের জন্য কয়েকটি এজেন্ডা ঠিক করতে হবে। 

তবে প্রথম থেকেই গণপরিষদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে বিএনপির। বিদ্যমান ব্যবস্থাতেই আস্থা রাখতে চায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, গণপরিষদের নয় এটি জাতীয় সংসদের কাজ। আমাদের আগে থেকেই একটি সংবিধান আছে, যেটাতে আমরা পুরোপুরি একমত নই, কিন্তু আমাদের হাতে আছে। এ সংবিধান অনুসারেই সরকার গঠন করা হয়েছে এবং সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এতে কোন দ্বিমত নেই। সুতরাং ঐকমত্য অনুসারে এ সংবিধানকেই সংশোধন করে গ্রহণ করতে হবে। 

এদিকে সারোয়ার তুষার বলেন, বিএনপি যদি বলে নির্বাচিত সংসদের অধীনে এটা করবে তবে সেটা হয় না। আমি মনে করি যখন বৈঠকে বসা হবে তখন যৌক্তিক দিক বিবেচনায় তারা এটাতে রাজি হবে, এখানে তাদের ভয়ের কিছু নেই। এমন না যা গণপরিষদ নির্বাচন হলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব, সংসদ নির্বাচন হলে তারা পাবে। ব্যাপারটা এমন না। 

শেষ পর্যন্ত গণপরিষদ গঠন করা হবে নাকি হবে না, তা নির্ভর করবে এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই।

একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব : জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ বিলোপের পাশাপাশি নতুন সংবিধান প্রণয়নে আগামী নির্বাচনে একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 
নাহিদ বলেন, আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, তর্কবিতর্ক হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে। কিন্তু এসব কারণে গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও পারস্পারিক মিথস্ক্রিয়ায় যেন কোনো ছেদ না পড়ে। 

তিনি বলেন, নীতিগত বিরোধ থাকলেও ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় ঐক্য ধরে রাখতে হবে। এনসিপি বাংলাদেশের শাসন-কাঠামোর গুণগত ও মৌলিক পরিবর্তন চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি। 

বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, সামনের নির্বাচনে একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব। এতে করে একদিকে নতুন সংবিধান কায়েম হবে, অন্যদিকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন পথের উত্তরণ ঘটবে। সরকার সংস্কার ও নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছে, সে সময়ের মধ্যেই এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব বলে জানান তিনি। তিনি বলেন, সংবিধান সংস্কারের পাশাপাশি জনপ্রশাসন ও পুলিশ সংস্কারের প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ জারি করে সম্পন্ন করা উচিত। 

গণপরিষদের কোনো প্রয়োজন নেই : গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এ বক্তব্য নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না। একটি প্রধান রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি ও আমাদের অগ্রাধিকার। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার প্রকাশিত নাহিদ ইসলামের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, গত শুক্রবার দেখলাম, আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটি নতুন প্রস্তাব করেছেন। কিন্তু রাজনীতির একটি অভিধান আছে, যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলি নেই। যেমন একইসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, যদি জাতীয় ঐকমত্য হয়। এরকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে। 

সালাহউদ্দিন বলেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে ‘এ টু জেড’ সংবিধান সংশোধন করার। সেখানে আমরা শুনলাম, সংবিধানের ব্যাপক সংশোধনী। এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায়, নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা মনে করি, বিভিন্ন রকমের শব্দাবলি ও যেগুলো রাজনৈতিক অভিধানে নাই, সেগুলোর অসংলগ্ন অপ্রয়োজনীয় আচরণ যেন না করি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
শ্রীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
সিরাজগঞ্জে কারাগারে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

সর্বাধিক পঠিত

ফরেস্টারদের কাঙ্ক্ষিত পদোন্নতিকে স্বাগত জানাল বিএফএ
পঞ্চগড়ে মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার
ভূঞাপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ
রাজেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ‌অর্থসহ কোরআন উপহার
আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোন্থা
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close