সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
নাম পরিবর্তনে সনদ বিড়ম্বনায় গোবিপ্রবির শিক্ষার্থীরা
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৫৫ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নাম পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন নামে সার্টিফিকেট নিতে বিভিন্ন জটিলতা ও বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ইস্যু করতে প্রশাসনের গড়িমসি ও সিদ্ধান্তহীনতা, অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দুইটি দুই নামে দেওয়া, ইতিপূর্বে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের নতুন নামে সার্টিফিকেট না দেওয়া সহ বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। যার কারণে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন , সার্টিফকেট সংক্রান্ত ইস্যু নিয়ে উপ-উপাচার্য বলতেছেন যারা আগে পাশ করে গেছেন কিন্তু সার্টিফিকেট উঠায় নি তারা পুরাতন নামেই সার্টিফিকেট পাবেন। অথচো কন্ট্রোলার দপ্তর থেকে বলা হয়েছে যারা সার্টিফিকেট উঠায় নি তারা নতুন নামে সার্টিফিকেট পাবে। অন্য দিকে যারা পূর্বের নামে অনার্সের সার্টিফিকেট তুলেছিলেন তাদেরকে নতুন নামে মাস্টার্সের সার্টিফিকেট দিলেও দিচ্ছে না অনার্সের সার্টিফিকেট। এছড়াও কোনো দপ্তরেই সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় এবং একে অন্যের ওপর দায় দেওয়ার মধ্যে দিয়ে বিড়ম্বনায় পড়ছে সাধারণ শিক্ষার্থীরা।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল রাইহান বলেন,‘ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কি নামে হবে এটা নিয়ে প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়। ফলশ্রুতিতে কাউকে পূর্বের নামে কাউকে বর্তমানে নামে সার্টিফিকেট প্রদান করা হয়।সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরলে সবাই কে একই নামে সার্টিফিকেট প্রদানের দাবিতেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর লিখিত আবেদন দেওয়া হয়। ভিসি স্যার দাবি মেনে নিবে পরীক্ষা নিয়ন্ত্রক কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেন।’

ফার্মেসী বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইনুর রহমান শাহীন বলেন, ‘অনেক জায়গায় সার্টিফিকেট এর স্ক্যান কপি এবং ভার্সিটির নাম দুইটা দিয়েই এপ্লাই করতে হয়। সেখানে দেখা যাবে সার্টিফিকেট এ বশেমুরবিপ্রবি আবার অনলাইনে ভার্সিটির নাম গোবিপ্রবি। এসব এপ্লিকেশন এ শর্টলিস্টেই করবে না। এছাড়া ভাইভা বোর্ড এ একই বিশ্ববিদ্যালয়ে পড়ে দুই নামে দুই সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেটা অবশ্যই ব্যাড ইম্পাক্ট ফেলবে। সব জায়গায় একটা আইডেন্টি ক্রাইসিসে ফেলে দেবে।’

সার্টিফিকেট সমস্যার বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম হায়দার বলেন, ‘১৩ তারিখে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন নামেই দিচ্ছিলাম। আগে যে গুলো দেওয়া হইছিলো ওইগুলো ওই নামে থাকার বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা নতুন নামে সার্টিফিকেট পাওয়ার বিষয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে আগামীকাল একাডেমিক কাউন্সিলের মিটিং আছে, সেখানে যাবে এবং যে সিদ্ধান্ত হয়ে আসবে ওইনামে সার্টিফিকেট দেওয়া হবে।’

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরবর্তীতে তার সাথে একাধিক বার যোগাযোগ করে আর পাওয়া যায়নি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  গোবিপ্রবি   নাম পরিবর্তন   সনদ বিড়ম্বনা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close