বুধবার, ৭ মে ২০২৫,
২৪ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ৭ মে ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার রাজসিক প্রত্যাবর্তন      সোহরাওয়ার্দী হাসপাতালে দুই মাফিয়ার আধিপত্য      আইএমএফ-কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ে মীমাংসা অধরা       কুরআনে মানুষের ভারসাম্য নির্ধারণ আছে, সীমালঙ্ঘনের সুযোগ নেই      বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সমিত সোম      আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ব্যাখ্যা দিলেন নিরাপত্তা উপদেষ্টা      বার্মিজ গরু জব্দ: ছাড়িয়ে নিতে লাখ টাকার মিশন      
গ্রামবাংলা
গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আলু পরিবহন বন্ধ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:২৬ এএম  (ভিজিটর : ৭৬০)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলু পরিবহন কাজের কর্তৃত্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ ঘটনার পর আলু পরিবহন কাজ বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ মার্চ)  দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ভাটি চকে এই ঘটনা ঘটে। এ সময় ২০ রাউন্ডের গুলির মতো শব্দ শোনা যায় এবং আতঙ্ক তৈরি করতে প্রায় ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের আব্দুল মালেকের ছেলে রমজান গ্রুপের সাথে হোগলাকান্দির লালু-সৈকত গ্রুপের বিরোধ ছিল। রাজনৈতিক কারণে দীর্ঘদিন রমজান এলাকার বাইরে ছিল। সম্প্রতি সে এলাকায় ফিরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। চলমান আলু উত্তোলন মৌসুমে ট্রাক্টরে আলু পরিবহন কাজের কর্তৃত্ব নিয়ে সম্প্রতি দ্বন্দ্বে জড়ায় উভয়পক্ষ। অন্যান্য বছরের মতো এবারো লালু-সৈকত গ্রুপের লোকজন একচ্ছত্রভাবে ট্রাক্টরে আলু পরিবহনের কাজ করতে চাইলে সেখানে বাধা দেয় রমজান।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন ভাটি চকে কৃষকের জমি থেকে লালু-সৈকত গ্রুপের লোকজন তাদের ট্রাক্টরে আলু বস্তা লোড করার সময় সেখানে বাধা দেয় রমজানসহ তার গ্রুপের লোকজন। এ সময় আতঙ্ক তৈরি করতে প্রথমে প্রায় ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে রাত বারোটা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ২০ রাউন্ডের মতো গুলিবর্ষণ করা হয়।

স্থানীয় বাসিন্দা কৃষক আব্দুল আলী বলেন, এই চকে আলু পরিবহনের কাজে অন্য কোনো লোক আসতে পারে না, শুধু এক পক্ষই দীর্ঘদিন ধরে এই কাজটি করছে। স্বাভাবিকের চাইতে অন্তত বস্তাপ্রতি ১৫ টাকা বেশি দিয়ে আমাদের আলু পরিবহনের কাজটি করতে হয়। এ কাজে অনেক লাভ হয় বিধেয় আলু পরিবহনের কর্তৃত্ব নিয়ে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এখন আপাতত আলু পরিবহনের কাজ বন্ধ। দ্রুত অবস্থার উন্নতি না ঘটলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয় কৃষক মোকাররম হোসেন বলেন, উভয় পক্ষের দ্বন্দ্বের কারণে আলু পরিবহনের কাজ আপাতত বন্ধ। ভয়ে কেউ ট্রাক্টর নিয়ে আলু পরিবহনের কাজ করতে আসছে না । আমাদের উত্তোলিত আলু জমিতে পড়ে আছে।

এ বিষয়ে তাদের বক্তব্য জানতে রমজান এবং লালুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, শনিবার সকালে আমি খবরটি পেয়েছি। জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কৃষক যাতে নির্বিঘ্নে তাদের উত্তোলিত আলু পরিবহন করতে পারে আমরা সেই ব্যবস্থা করছি।

কেকে/এএম






আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   আধিপত্য বিস্তার   গোলাগুলি   আলু পরিবহন বন্ধ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার রাজসিক প্রত্যাবর্তন
সোহরাওয়ার্দী হাসপাতালে দুই মাফিয়ার আধিপত্য
আইএমএফ-কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ে মীমাংসা অধরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
মাদকাসক্ত যুবকের হাতে প্রতিবেশী খুন

সর্বাধিক পঠিত

চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার তিন
একজন মতিন স্যার
স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন ছাত্রীর মৃত্যু
মৌলভীবাজার সদর উপজেলার নবনির্মিত কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন
১৫ মে বাজারে আসবে চুয়াডাঙ্গার আম

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close