গরু চুরি করতে গিয়ে যুবদল কর্মীসহ গ্রেফতার ৩
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম

ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে দিনের বেলা গরু চুরি করতে গিয়ে গ্রেফতার হয়েছে যুবদলকর্মীসহ ৩ জন।
আজ শনিবার (২ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার পোড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বিল্লাল হোসেন (২৬) একই গ্রামের হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের ভাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পোড়াগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গরু মাঠে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে যান। এসময় যুবদল কর্মী বিল্লালসহ ওই ৩ জন গরুটিকে ভটভটিতে তুলে নিয়ে যায়। এসময় গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী দেখে ফেলে।
এসময় তার স্ত্রী ফোন করে আত্মীয়স্বজনকে জানান। পরে এলাকাবাসী চারদিক থেকে ব্যারিকেট দিয়ে নন্নী এলাকা থেকে গরুসসহ ভটভটি এবং ওই ৩ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া গরুটি থানা হেফাজতে আছে।গ্রেফতারকৃত তিন আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেকে/এজে