বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      
দেশজুড়ে
ভাষা শহিদ দিবসে বিদ্যালয় মাঠে যাত্রাপালা ‘কাজলরেখা’
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণনাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৭ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চুরি ও মাদক সেবন রোধে যাত্রাপালা ও বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, ছাত্র সমাজ ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই যাত্রাপালার পক্ষ ও বিপক্ষের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। আজ রাত ৯টা থেকে সারা রাতব্যাপী ‘কাজলরেখা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এদিকে হাসু ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া সকালে মুঠোফোনে জানান, আমার কাছ থেকে বিদ্যালয়ে যাত্রাপালা ও বাউলগানের অনুষ্ঠান করার জন্য কোনো অনুমতি নেয়নি আয়োজক কমিটির কেউ। আমি আমার স্কুলের মাঠে বিশাল প্যান্ডেল দেখে আমি বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এসব চলবে না। আয়োজকরা যদি ভদ্রভাবে এটি বন্ধ করার পদক্ষেপ না নেয়, তখন বিষটি প্রশাসন দেখবে।

এ ব্যাপারে আয়োজকদের মধ্যে আবুল হোসেনসহ কয়েকজনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে কেউ ফোন ধরেনি।

জানা যায়, সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেশ কয়েকদিন ধরে রাতে যাত্রাপালা ‘কাজল রেখা’ ও বাউল গানের আয়োজন করছেন স্থানীয় কিছু ব্যক্তি। এসব অনুষ্ঠানের সময় চুরি, মাদক সেবন ও জুয়াসহ নানা অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে।

এ সময় একটি উচ্চ বিদ্যালয়, কয়েকটি বাড়ি ও একটি অটোরিকশা গ্যারেজ থেকে ৭টি অটোরিকশা চুরির ঘটনাও ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই দ্রুত যাত্রাপালা ও গান-বাজনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, দুলারামপুর হাসু ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, মুফতি আতিকুর রহমান, কলাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল মামুন, হানিফ মোল্লা, অহিদ মাস্টার, মো. খলিলুর রহমান, সোনারামপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সানাউল্লাহ বেপারী, হাফেজ ইয়াসিন, আব্দুল কুদ্দুস ও মো. বকুল প্রমুখ।

সোনারামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমাদের গ্রামের একটি মহল যাত্রাপালা ও গানের নামে রাতে চুরি, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে নিজেদের পকেট ভারী করছে। আমাদের গ্রামবাসী এই আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

দুলারামপুর গ্রামের হাফেজ মাওলানা মো. ইয়াসিন বলেন, আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম। এখানে একটি মহল গান-বাজনা ও যাত্রাপালার আড়ালে চুরি, ছিনতাই, মাদক সেবন ও জুয়ার আসর বসিয়ে এলাকার সম্মান ক্ষুণ্ন করছে। আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত যাত্রাপালা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার’
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close